জাতীয় সংসদ ভবন থেকে: গত ছয় অর্থ বছরে ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নরুল ইসলাম।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে তরিকত ফেডারেশনের লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২০০৯ সালে ৪ লাখ ৭৫ হাজার ২৭৮ জন কর্মী বিদেশে গেছে, ২০১০ সালে ৩ লাখ ৯০ হাজার ৭০২ জন, ২০১১ সালে ৫ লাখ ৬৮ হাজার ৬২ জন, ২০১২ সালে ৬ লাখ ৭ হাজার ৭৯৮ জন, ২০১৩ সালে ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন, ২০১৪ সালে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন এবং ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন।
জাতীয় পার্টির বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবৈধভাবে অবস্থান করার কারণে বিভিন্ন দেশে ৮ হাজার ৬ জন বাংলাদেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়াতেই ৩ হাজার ৫৩৬ জন, সুংযুক্ত আরব-আমিরাতে ১ হাজার ৫৮৪ জন, সৌদি আরবে ৫৮১ জন, ওমানে ৯১২ জন, কাতারে ৪৪৭ জনসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের আটক করা হয়। এসব কর্মীরা বিভিন্ন কারাগার, ডিপোর্টেশন সেন্টার ও সীমান্ত ক্যাম্পে আটক রয়েছে। তাদের মুক্ত করতে দূতাবাস থেকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে। এসব কর্মী মুক্ত হলে বা সাজা ভোগ শেষ হলে ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের দেশে আনার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এটি