সিলেট: সিলেটেও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) তিন বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্র্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর জাগরণী সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলবাদীদের হাতে এতোদিন খুন হওয়া লেখক, ব্লগার, প্রকাশক ও গণজাগরণ কর্মীদের স্মরণে আলোর মিছিলের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।
গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এনইউ/এসএস