ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন সিলেটে

সিলেট: বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন সিলেটে। এতে বৃহত্তর সিলেটের ক্যানসার আক্রান্ত রোগীদের ঢাকায় এমনকি দেশের বাইরেও যেতে হবে না বলে দাবি বক্তাদের।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ব ক্যানসার দিবসে সিলেট নর্থইস্ট ক্যানসার হাসপাতালের যাত্রা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তারা এ দাবি করেন।

বক্তারা বলেন, নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান নর্থইস্ট ক্যানসার হাসপাতালে অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। এরমধ্যে বিশ্বের সবচেয়ে উন্নতমানের ক্যানসার নির্ণয়ক ও নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে ৪০ শয্যার এ হাসপাতালে।

আগামী ছয় মাসে বিশ্বমানের একটি হাসপাতালে পরিণত হবে নর্থইস্ট ক্যানসার হাসপাতাল। তুলনামূলক কম খরচে ক্যানসারের রোগীরা এখানে চিকিৎসা নিতে পারবেন বলে জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া এ হাসপাতালে ২০১৪ সালের ০১ জুন থেকে রোগী দেখা শুরু হয়েছে। এ পর্যন্ত বহির্বিভাগে দুই সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নর্থইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন, নর্থইস্ট ক্যানসার হাসপাতালে অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।

এর আগে, প্রধান অতিথি হিসেবে ক্যানসার হাসপাতালের উদ্বোধন করেন নর্থইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডা. মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নর্থইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আম্বিয়া চৌধুরী, নর্থইস্ট হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম,  মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ ও গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান প্রফেসর ডা. ফরহাত মহল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।