ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি পপলু, সাধারণ সম্পাদক বিজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি পপলু, সাধারণ সম্পাদক বিজন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা জেলা আইনজীবী সমিতির-২০১৭ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বর্তমান সভাপতি অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন একই পরিষদের বিজন কৃষ্ণ মণ্ডল।

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির-২০১৭ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বর্তমান সভাপতি অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন একই পরিষদের বিজন কৃষ্ণ মণ্ডল।

  

 

রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পপলু পেয়েছেন ৬৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাবেক সভাপতি শেখ মাসুদ হোসেন রনি পেয়েছেন ৪৬২ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক বিজন পেয়েছেন ৫৫৮ এবং তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫২৭ ভোট।
 
এর আগে সকাল ৯টায় সমিতির পুরানো ভবনের ১ নম্বর হলরুমে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রজব আলী সরদার ও অ্যাডভোকেট এফএম আক্তারুজ্জামান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ১ হাজার ২৮৬ জন ভোটার। ১৪টি পদে সর্বমোট ২৮ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম/আরবি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।