ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সংবাদ সম্মেলন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
বদরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরে সরকারের সাফল্য অর্জন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রংপুর: রংপুরে সরকারের সাফল্য অর্জন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) সকালে স্থানীয় ডাকবাংলো কনফারেন্স রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা তথ্য অধিদফতর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবির জানান, বর্তমান সরকারের ভিশন-২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলতি বছরে তিন কোটি ৩৭ ল‍াখ ৬২ হাজার ৭শ ৭২টি বই বিনামূল্যে চার কোটি ৪৪ ল‍াখ ১৬ হাজার ৭শ ২৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল পদ্ধতি সম্পন্ন বই বিতরণসহ সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার ১শ ৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ল‍াখ তিন হাজার ৮শ ৪০ জন শিক্ষকের চাকরি সরকারিকরণ, বাল্য বিয়ে রোধ, নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের অংশ বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের উন্নয়ন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ১০ টাকা কেজিতে চাল বিতরণ, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বদরগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাংবাদিক সাইদুজ্জামান রিপন, শ্যামল লোহানী, রেজাউল করিম সরকার, ফিরোজ আলি, মাহাফুজ সরকারসহ প্রেসক্লাবের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।