গোপালগঞ্জ: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধের দাবিতে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা।
সোমবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টা-১২টা পর্যন্ত টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ, কাশিয়ানী-মুকসুদপুর, ভাটিয়াপাড়া-গোপালগঞ্জ, কোটালিপাড়া-গোপালগঞ্জ, মোল্লারহাট-গোপালগঞ্জ, নড়াইল-কালিয়া-গোপালগঞ্জ সড়কে মোট ১৭০ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আবদুর রউফ, বেফাকের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মুফতি নুরুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি শোয়াইব ইব্রাহিম, মাওলানা আবুল কালাম, মাওলানা জিনাত আলী, মুফতি হোসাইন আহমাদ, মাওলানা হারুনুর রশীদ ও মুফতি মাকসুদুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই