ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কলাপাড়ায় অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালির কলাপড়া উপজেলার দুর্গম ডালবুগঞ্জ ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র ৩৩ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

পটুয়াখালি: পটুয়াখালির কলাপড়া উপজেলার দুর্গম ডালবুগঞ্জ ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র ৩৩ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপি-২ এর অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। ইউপি চেয়ারম্যান আ. সালাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।