ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
জয়পুরহাটে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাটে জাতীয় ভিটামিন  ‘এ’প্লাস ক্যাম্পেইন ১০ ডিসেম্বর (২য় রাউন্ড)-২০১৬ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাটে জাতীয় ভিটামিন  ‘এ’প্লাস ক্যাম্পেইন ১০ ডিসেম্বর (২য় রাউন্ড)-২০১৬ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দীন হাওলাদার।

কর্মশালায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খুরশিদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জোবায়ের গালিব, জেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. লাইলী আক্তার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।