ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলার তীরে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কীর্তনখোলার তীরে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার স্থাপন

বরিশালের কীর্তনখোলা নদী তীরে বিআইডব্লিউটিএ’র জায়গায় সীমানা চিহ্নিত করে পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে।

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদী তীরে বিআইডব্লিউটিএ’র জায়গায় সীমানা চিহ্নিত করে পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর থেকে পিলার স্থাপনের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এর আগে, অবৈধ দখলে থাকা কীর্তনখোলা নদীর দুই প্রান্তে ৫ শতাধিক স্থাপনা চিহ্নিত করে বিআইডব্লিউটিএ। পরে বরিশাল নগর প্রান্তের ২১১টি স্থাপনা উচ্ছেদের লক্ষে দখলদারদের নোটিশ দেয় বিআইডব্লিউটিএ।  

নোটিশের পর ৩ ডিসেম্বর সকালে উচ্ছেদে গিয়ে রসুলপুর বস্তিতে প্রতিবন্ধকতায় পড়ে অভিযান পরিচালনাকারী দল। পরে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নেয়। যার ধারাবাহিকতায় অবৈধ দখলদাররা স্ব-উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে ফেলার কাজ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সীমানা নির্ধারণ করে তাদের জায়গায় ৫০ ফিট দূরত্বে ৩৫টি পিলার স্থাপন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএস/বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।