ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে নারী ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
নোয়াখালীতে নারী ছিনতাইকারী আটক

নোয়াখালীর মাইজদীতে মোবাইল ফোন ছিনতাইকালে আঁখি (২২) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে মোবাইল ফোন ছিনতাইকালে আঁখি (২২) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

 

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাইজদীর সুধারাম থানা সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আঁখি বরিশাল জেলার মেহেদিগঞ্জের পাতার হাট থানার বাবুলের মেয়ে। তিনি নোয়াখালীর চৌমুহনীর চৌরাস্তায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মাইজদীর সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক নারী ছিনতাইকারী মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক মীর্জা মো. হাসান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।