ঢাকা: বর্তমান সরকারের আমলে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় আলোক উৎসব করার পরিকল্পনা নিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে।
বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করায় আলোক উৎসব-২০১৬ উদযাপন করার কথা ছিল।
সোমবার রাতে সংসদের সিনিয়র সচিব এর কাছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে অনিবার্য কারণবশত বুধবারের আলোক উৎসব স্থগিত করার বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসএম/টিআই