ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদ চত্বরে আ‌লোক উৎসব স্থ‌গিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সংসদ চত্বরে আ‌লোক উৎসব স্থ‌গিত

বর্তমান সরকা‌রের আম‌লে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদ‌নের সক্ষমতা অর্জন করায় আ‌লোক উৎসব করার প‌রিকল্পনা নি‌য়ে‌ছিল বিদ্যুৎ জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে।

ঢাকা: বর্তমান সরকা‌রের আম‌লে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদ‌নের সক্ষমতা অর্জন করায় আ‌লোক উৎসব করার প‌রিকল্পনা নি‌য়ে‌ছিল বিদ্যুৎ জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে।

বুধবার (০৭ ডি‌সেম্বর) সন্ধ্যা ৬টায় সংস‌দ ভবনের দ‌ক্ষিণ প্লাজায় বিদ্যুৎ উৎপাদ‌নের মাইলফলক অর্জন করায় আ‌লোক উৎসব-২০১৬ উদযাপন করার কথা ছিল।

সোমবার রা‌তে সংসদের সি‌নিয়র স‌চিব এর কা‌ছে বিদ্যুৎ জ্বালা‌নি ও খ‌নিজ সম্পদ মন্ত্রণাল‌য়ের উপস‌চিব তাহ‌মিনা‌ ইয়াস‌মিন স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে অ‌নিবার্য কারণবশত বুধবারের আ‌লোক উৎসব স্থ‌গিত করার বিষয়টি জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডি‌সেম্বর ০৫, ২০১৬
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।