ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় বিপুল পরিমাণ চোলাইমদ ধ্বংস, দুইজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
পুঠিয়ায় বিপুল পরিমাণ চোলাইমদ ধ্বংস, দুইজনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৮৩ হাজার ৮৫০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৮৩ হাজার ৮৫০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-৫ এর সদস্যরা সোমবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাতে চোলাই মদের কারখানাগুলোতে এই অভিযান চালায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাম‍ান দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা স্বরূপনগর গ্রামের বাহারের ছেলে সেলিম (৩০) ও আলিমুদ্দিনের মেয়ে আকলিমা (৪৫)।

সোমবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, অবৈধ ভাবে মাদকদ্রব্য তৈরি করে বাজারজাত করার অপরাধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় ভ্রাম্যমাণ আদালত আটকদের দুই বছর করে বিনাশ্রম কারাদনণ্ড দেন।

এ সময় ১৬১টি মাটির চাড়ি, ৩৮টি সিলভারের পাতিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদকদ্রব্য তৈরির উপকরণ সমূহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয় বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।