মানিকগঞ্জ: কুয়শার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ভোর পৌনে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে বাংলানিউজকে নিশ্চিত করেন উভয় ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের ম্যানেজার খোরশেদ আলম জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ম্যানেজার সালাউদ্দিন জানান, ভোর ৫টা থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌরুট পারের অপেক্ষায় ঘাটের পাটুরিয়া প্রান্তে ২ শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএ