ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিকিৎসা নিতে রাষ্ট্রপতির সিঙ্গাপুর গমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
চিকিৎসা নিতে রাষ্ট্রপতির সিঙ্গাপুর গমন

চিকিৎসা নিতে ছয় দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (ডিসেম্বর ০৬) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

ঢাকা: চিকিৎসা নিতে ছয় দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (ডিসেম্বর ০৬) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানা গেছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিনসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।