ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষতা উন্নয়নে এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
দক্ষতা উন্নয়নে এনএসডিএ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায় ছবি:ফাইল ফটো

সরকারের অর্থ বিভাগের অধীনে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল/ জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল’ গঠন এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত....

ঢাকা: সরকারের অর্থ বিভাগের অধীনে দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল/ জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল’ গঠন এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘ মানব সম্পদ উন্নয়ন বিভাগ/দক্ষতা উন্নয়ন বিভাগ’ নামে একটি নতুন বিভাগ অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ( এনএসডিএ) নামের একটি আইনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ( ডিসেম্বর ১৯) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।