ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতে শেষ হচ্ছে নাসিক নির্বাচনের প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
রাতে শেষ হচ্ছে নাসিক নির্বাচনের প্রচারণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শেষ হচ্ছে মঙ্গলবার (২০ ডিসেম্বর)  রাতে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা ও গণসংযোগ শেষ হচ্ছে মঙ্গলবার (২০ ডিসেম্বর)  রাতে।  

নিয়ম অনুযায়ী রাত ১২টার পর থেকেই সব প্রচার-প্রচারণা ও গণসংযোগ বন্ধ থাকবে।

সেই সঙ্গে বন্ধ থাকবে প্রার্থীদের পক্ষে মাইকিংও।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার মধ্যরাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা, মাইকিং ও গণসংযোগ নিষিদ্ধ। যদি কোনো প্রার্থী বা তার সমর্থক এ ধরনের কোনো কাজ করেন তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা করবো। আচরণবিধির ক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতিতেই থাকবো।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।