ফেনী: কনকনে শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়বে এমনই প্রাকৃতিক সৌন্দর্য।
জাতীয়
শিশির ভেজা শীতের সকাল
| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কনকনে শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়বে এমনই প্রাকৃতিক সৌন্দর্য। সকালের মিষ্টি রৌদে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেনো মুক্তোদানার মতো।
কুয়াশার চাদর ভেদ করে সিম, কুমড়ো আর লাউসহ নানা রকমের সবজির ফুল যেন মাথা উঁচিয়ে তাদের সৌন্দর্যের জানান দিচ্ছে।
গৃহস্থের খাঁচা থেকে ছাড়া পেয়ে শীত উপেক্ষা করে খাদ্যের সন্ধানে রাজহাঁসের দল।
শিশিরের পরশে শিম, বরবটি, লাউ আর কুমড়া গাছগুলো হয়ে ওঠেছে আরও সতেজ।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এনটি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।