চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বাথরুম থেকে সামসুল ইসলাম (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সামসুল ইসলাম বাথরুমে যান। কিন্তু অনেকক্ষণ পরেও তিনি বের না হলে সহকর্মীদের সন্দেহ হয়। পরে তারা বাথরুমে গিয়ে সামসুলকে পড়ে থাকতে দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
১০-১২ দিন আগে সহকর্মীদের নিয়ে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতে আসেন সামসুল ইসলাম।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরএ