ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে রিজার্ভ ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
রাজধানীতে রিজার্ভ ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা: রাজধানীর ভাটারা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ভাটারা থানাধীন বারিধারা জে ব্লকের ৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনের নীচ তলার রিজার্ভ ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান এ সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বেল্টের সঙ্গে বালুর বস্তা বেঁধে রিজার্ভ ট্যাংকে ফেলে দেয়।

ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার পরনে ছিল নীল কালো রঙের ফতুয়া ও জিন্স প্যান্ট।

ময়নাতদন্তর জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এজেডএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।