ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আরও ছয় দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
এতে বলা হয়, ইতিমধ্যে দলগুলোকে বঙ্গভবনে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, ২৭ ডিসেম্বর বিকেলে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসএইচ