ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত পাঁচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ইটনায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত পাঁচ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ট্রলারে ডাকাতিকালে নান্টু নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ট্রলারের আরও পাঁচযাত্রী আহত ও নদীতে পড়ে নুরুল আলম নামে একজন নিখোঁজ রয়েছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ট্রলারে ডাকাতিকালে নান্টু নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ট্রলারের আরও পাঁচযাত্রী আহত ও নদীতে পড়ে নুরুল আলম নামে একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটাখাল নদীতে এ ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, ডাকাতরা ট্রলারের যাত্রীদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকা লুট করেছে নিয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  মিজানুর রহমান ও এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা , ডিসেম্বর ২০, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।