ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
জয়পুরহাটে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় জয়পুরহাট

জয়পুরহাটে শিক্ষার মান উন্নয়নে জন প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

জয়পুরহাট: জয়পুরহাটে শিক্ষার মান উন্নয়নে জন প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

 

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জয়পুরহাট হাউজিং স্টেটের নির্মাণাধীন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক আব্দুর রহিম। আরো বক্তব্য রাখেন-জেলা পরিষদের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন-শিক্ষা ছাড়া এ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব নয়। তাই শিক্ষার মান বাড়াতে অভিভাবকসহ সবাইকে আরও সচেতন হতে হবে।
 
সভায় জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।