ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রমজান আলী (৪০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রমজান আলী (৪০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

রিকশাচালক রমজান আলীর ছেলে আল আমিন বলেন, তারা সবুজবাগের মাদারটেক এলাকায় থাকেন। তার বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হন। পায়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার সময় খিলগাঁও গোড়ান আলী আহমদ স্কুলের সামনে ২-৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে দুই হাত ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

আহত রমজান আলীকে ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান আল-আমিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজেডএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।