ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
চুনারুঘাটে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন এ আদেশ দেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোবরখলা গ্রামে মাদক প্রাচারকালে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-প্রবীণ রায় (৪২) হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পংকজ রায়ের ছেলে ও শাহীন মিয়া (৩৮) সদর উপজেলার কাজীরগাঁও গ্রামের তারেক মিয়ার ছেলে।

সালেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেলে একটি মোটরসাইকেল ও পাঁচ বোতল ভারতীয় মদসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।