গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও দুই কনেস্টবল আহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গুলিবিদ্ধ দুই ডাকাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাত সদস্যরা হলেন- বাবু শেখ (৪৫) ও দুলাল (৪০), আতিক, শামিম। এদের মধ্যে বাবু ও দুলাল গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে তাদের আহতাবস্থায় গ্রেফতার করা হয়। বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই এমানুর হোসেন ও কনেস্টবল ইকবাল রহমান আহত হন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসম্বের ২৪, ২০১৬
এনটি/এসএইচ