ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘এ কমিশনের অধীনে এটিই সর্বাপেক্ষা ভালো নির্বাচন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
‘এ কমিশনের অধীনে এটিই সর্বাপেক্ষা ভালো নির্বাচন’ নাসিক নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংবাদ সম্মেলন/ছবি সুমন শেখ

‘কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সর্বাপেক্ষা ভালো হয়েছে।

ঢাকা: ‘কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সর্বাপেক্ষা ভালো হয়েছে।

এ কমিশনের আগের নির্বাচনগুলোতে সহিংসতা, ভোট জালিয়াতি ও অন্যান্য অনিয়মের যেসব চিত্র দেখা গেছে, এ নির্বাচনের মাধ্যমে তার একটি রূপান্তর ঘটেছে’।

নাসিক নির্বাচন সম্পর্কে এ মূল্যায়ন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি)।  শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাসিক নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘এ নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। কোনো ধরনের সহিংসতা হয়নি, জাল ভোটও পড়েনি। ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। ৯৬ শতাংশ কেন্দ্রে দেখা গেছে, বিকেল ৪টার পর ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসাররা পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশ নিশ্চিত করে ভোট গণনা শুরু করেছেন’।

‘৯৩ শতাংশ কেন্দ্রে ভোটাররা ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোটগ্রহণে অনিয়ম নিয়ে কোনো প্রার্থী ও নির্বাচনী এজেন্টের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডব্লিউজি’র সদস্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সদস্য রেজাউল করিম চৌধুরী, সদস্য নোমান খান ও পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬

কেজেড/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।