ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আশুলিয়ার মরাগাঙ এলাকায় দুটি বাস ও একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন।

আশুলিয়া, সাভার: আশুলিয়ার মরাগাঙ এলাকায় দুটি বাস ও একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়ক মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক শাহরিয়ার বাংলানিউজকে জানান, মরাগাঙ এলাকায় গ্রামীণ ও খেয়া পরিবহনের দুটি বাস ও দেওয়ান পরিবহনের একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। বাস দুটি রাস্তার দুইপাশে পড়ে আছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আশুলিয়ার স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।