ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অধ্যাপক হেলাল উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
অধ্যাপক হেলাল উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক হেলাল উদ্দিন খান আরেফিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক হেলাল উদ্দিন খান আরেফিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশে নৃবিজ্ঞান চর্চা ও শিক্ষা ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে।

অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদানের কথাও প্রধানমন্ত্রী কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।