লক্ষ্মীপুর: দুনিয়া, আখেরাতের শান্তি, মুক্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপুরে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়।
এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। মোনাজাতের সময় নির্ধারিতস্থান ছাড়িয়ে রামগতি-লক্ষ্মীপুর সড়ক ও আশপাশে এলাকায় বসে মোনাজাতে অংশ নেন করে আগত মুসল্লিরা।
আখেরি মোনাজাতেন সময় প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার জোরদার করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এনটি