ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ফুলগাজীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমাইয়া আকতার (১১) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

ফেনী: ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমাইয়া আকতার (১১) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের বালন মিয়ার মেয়ে। সে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সুমাইয়া তার মায়ের সঙ্গে মুন্সীরহাট বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) করে বাড়িতে যাচ্ছিল। পথে মুন্সীরহাট ফতেহপুর রাস্তার মাথায় এলে টমটম থেকে নামার সময় পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সুমাইয়া।

এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।