ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রকাশ্যে ধুমপান করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে প্রকাশ্যে ধুমপান করায় জরিমানা

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ছয় ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ব‌রিশাল: বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ছয় ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নেছা খানম ও উর্মি ভৌমিকের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল বাংলানিউজকে জানান, সকালে নগরীর পুলিশ লাইনস এলাকা, বাংলাবাজার ও শেবাচিম হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
এসময় শেবাচিম হাসপাতাল ক্যাম্পাসে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ছয় ব্যক্তিকে জরিমানা করা হয়। এদের মধ্যে পাঁচজনকে ১০০ টাকা করে এবং অপরজনকে ৫০ টাকা জরিমানা করা হয়।

বরিশাল সিভিল সার্জন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমএস/আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।