ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানের জঙ্গি আস্তানায় সিটিটিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
দক্ষিণখানের জঙ্গি আস্তানায় সিটিটিসি দক্ষিণখানে জঙ্গি আস্তনায় ক্রাইমসিন ইউনিট

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা পরিদর্শনে সূর্য ভিলায় প্রবেশ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসিন (সিটিটিসি) ইউনিট।
 

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা পরিদর্শনে সূর্য ভিলায় প্রবেশ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসিন (সিটিটিসি) ইউনিট।
 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সূর্য ভিলার ওই বাড়িতে প্রবেশ করে।

দক্ষিণখানের জঙ্গি আস্তানার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ও এডিসি আব্দুল মান্নানসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মোট ৬ থেকে ৭ জন সদস্য ভেতরে প্রবেশ করেছেন। তারা তদন্তের কাজ করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর)  রাতে  দক্ষিণখানের এই বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে শনিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালানো হয়। অভিযানে এক জঙ্গি নারী ও এক কিশোর আফিফ কাদেরী নিহত হন। এছাড়া দুই নারী ও দুই শিশুসহ আত্মসমর্পণ করে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএটি/বিএস

                                                                                                                                                                                                                                                                      

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।