ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীরা সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হবে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
প্রতিবন্ধীরা সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হবে ড. মো. আব্দুর রাজ্জাক

সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করা হচ্ছে। খাদ্য সমস্যায় প্রতিবন্ধী শিশুর জন্ম ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিশু সমাজের অন্য ১০টি শিশুর মতো সুযোগ-সুবিধায় বেড়ে উঠলে, তারা দেশের বোঝা নয় সম্পদে পরিণত হবে।

মধুপুর (টাঙ্গাইল): সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করা হচ্ছে। খাদ্য সমস্যায় প্রতিবন্ধী শিশুর জন্ম ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিবন্ধী শিশু সমাজের অন্য ১০টি শিশুর মতো সুযোগ-সুবিধায় বেড়ে উঠলে, তারা দেশের বোঝা নয় সম্পদে পরিণত হবে।

শনিবার (৩১ ডিসেম্বর) মধুপুর উপজেলার রাণী ভবাণী মডেল পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মধুপুর শাখার সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।