ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপলো সারাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ফের ভূমিকম্পে কাঁপলো সারাদেশ ফের ভূমিকম্প

ঢাকা: ১০ ঘণ্টা পার না হতেই ফের ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। প্রাথমিকভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের কথা জানিয়েছেন বাংলানিউজের পাঠক ও করেসপন্ডেন্টরা।

বুধবার (৪ জানুয়ারি) রাত ১২টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ময়মনসিংহ থেকে বাংলানিউজের পাঠকরা ভূমিকম্পের কথা জানান।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি ও ইউএসজিএস জানায়, ৫ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের মাউলাইক থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ২ কিলোমিটার।

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লংতারাইয়ের মাছমারায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ‍

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এইচএ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।