ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে পোশাক শ্রমিকদের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সাভারে পোশাক শ্রমিকদের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

সাভার (ঢাকা): সাভারে পোশাক শ্রমিকদের পানি পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে সাভার উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এসময় বক্তারা গার্মেন্টস শ্রমিকদের পানি পয়ঃনিষ্কাশন, শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা ও স্যানিটেশন উন্নয়নের ওপর জোরালোভাবে দাবি জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন, প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক লিয়াকত আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের  (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।