ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
টাঙ্গাইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অতন্ত চারজন আহত হয়েছেন।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ রাজীব ও  তার প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা শফিউল আলম মুকুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে রাজীবের বাড়িতে হামলা চালানোর উদ্দেশে লোকজন নিয়ে কলেজপাড়ায় যান মুকুল। এ সময় রাজীবের লোকজন তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মুকুল গ্রুপের চার নেতাকর্মী আহত হন।

রাতে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে কলেজপাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি।

‍বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।