ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় দস্যুদের হামলায় আহত ৪, টাকা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ভোলার মেঘনায় দস্যুদের হামলায় আহত ৪, টাকা লুট

ভোলা: ভোলার মেঘনায় একটি ট্রলারে দস্যুদের হামলায় মাঝি ও তিন ধান ব্যবসায়ীসহ চারজন আহত হয়েছেন। এসময় দস্যুরা ট্রেলারের ইঞ্জিনসহ ব্যবসায়ীদের সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মাঝের চরের পূর্ব মেঘনায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সিরাজ মাঝি জানান, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার লুদুয়ার বাজারে ধান বিক্রি করে ফেরার পথে মেঘনায় হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে দস্যুরা হামলা চালায়।

এসময় তারা ব্যবসায়ীদের মারধর করে নগদ দুই লাখ টাকা ও ট্রলারের ইঞ্জিন লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনা তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।