ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরার ৩ ইউনিয়ন ভিক্ষুক মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মাগুরার ৩ ইউনিয়ন ভিক্ষুক মুক্ত

মাগুরা: মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া, জগদল ও শালিখা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সদরের দুই ইউনিয়নের ৬৬ জন ভিক্ষুকের মাঝে উপার্জনমুখী বিভিন্ন উপকরণ বিতরণ করে এ ঘোষণা দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম, জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, কুচিয়ামোড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।