ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ধর্মঘটে চরম দুর্ভোগে মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
শ্রীমঙ্গলে ধর্মঘটে চরম দুর্ভোগে মানুষ শ্রীমঙ্গলে ধর্মঘটে দুর্ভোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলের চৌমুহনীতে অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দোকানপাট বন্ধ থাকায় প্রয়োজনীয় কেনাকেটা করতে পারছেন না ক্রেতারা।  

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়।  

ধর্মঘটের কারণে দূরপাল্লার দু’একটি যানবাহন ছাড়া আর কিছুই চলাচল করেনি।

 

তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭ 
বিবিবি/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।