ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

বান্দরবান: জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন চত্বরে মেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা ও দায়রা জজ শফিকুর রহমান।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কমর্কর্তা সুজন চৌধুরী।

পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনা ও জনগণের অংশীদার বিষয়ক সেমিনারের ‌আয়োজন করা হয়।

মেলায় জেলার সরকারি-বেসরকারি অর্ধ শতাধিক প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করে। রোববার (০৮ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠান হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।