ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পাঠ্যক্রমে ভুল থাকলে সরকার ব্যবস্থা নেবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
‘পাঠ্যক্রমে ভুল থাকলে সরকার ব্যবস্থা নেবে’ আ আ ম স আরেফিন সিদ্দিক-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার, ঢাকা: পাঠ্যক্রমে কোনো ভুল থাকলে সরকার অব্যশই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে সাভারের পৌর এলাকার ছায়াবিথীতে গুড লাইট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ একটি অসম্প্রাদায়িক দেশ।

বাংলাদেশের মানুষ সব সময় মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে। তাই শিক্ষার্থীদের সৎভাবেই লেখাপড়া করতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ সংসদ সদস্য ডা. এনামুর রহমান, গুড লাইট একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মো আবদুল ওহাব খান, সাভার পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মোল্ল্যা, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।