ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২ জানুয়ারি থেকে পদ্মাসেতুর সংযোগ সড়কে চলবে গাড়ি

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
১২ জানুয়ারি থেকে পদ্মাসেতুর সংযোগ সড়কে চলবে গাড়ি চালু করার পরবর্তী ১০ বছর এ সড়কে কোনো মেরামত ছাড়াই যান চলাচল করবে। ছবি: দীপু মালাকার

ঢাকা: পদ্মাসেতুর সংযোগ সড়ক শরীয়তপুরের জাজিরার নাওডোবা থেকে মাদারীপুরের পাচ্চর পর্যন্ত ১২ কিলোমিটারের একাংশ খুলে দেওয়া হচ্ছে। এর ফলে এখন থেকে জাজিরার কাঁঠালবাড়ি ঘাটে নেমে গাড়ি নিয়ে পদ্মাসেতুর চার লেনের সংযোগ সড়কের পাশ দিয়ে পাচ্চর পর্যন্ত যাওয়া যাবে। মাওয়া (শিমুলিয়া ঘাট) থেকে ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে কাঁঠালবাড়ি ঘাট নেমে, সেখান থেকে দক্ষিণবঙ্গের যে কোনো স্থানে যেতে আগের চেয়ে এক ঘণ্টা সময় কম লাগবে।

রোববার (৭ জানুয়ারি) জাজিরার কাঁঠালবাড়ি সড়ক উদ্বোধনের পর ১১ জানুয়ারি কাঁঠালবাড়ি ঘাট উদ্বোধন করা হবে। আর ১২ জানুয়ারি থেকে মাওয়া (শিমুলিয়া) থেকে কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল শুরু হবে।

পদ্মাসেতুর সংযোগ সড়ক প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বাংলানিউজকে এ কথা জানান।  

তিনি বলেন, সংযোগ সড়ক প্রকল্পের জাজিরা সার্ভিস এরিয়া-৩ এর (পাচ্চর) পাশ দিয়ে কাঁঠালবাড়ি ঘাটে গেছে একটি সড়ক, আর কাঁঠালবাড়ি ঘাট থেকে শরীয়তপুরের দিকে গেছে আরেকটি সড়ক। এ দু’টি সড়ক গত ৬-৭ মাস ধরে পুরোপুরি নতুন করে করে নির্মাণ করা হয়েছে, কাঁঠালবাড়ি ঘাটে যাতায়াতের সে দু’টি সড়কই এখন খুলে দেওয়া হচ্ছে।  
  
চালু করার পরবর্তী ১০ বছর এ সড়কে কোনো মেরামত ছাড়াই যান চলাচল করবে।  ছবি: দীপু মালাকারসংযোগ সড়ক প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, পদ্মার জাজিরা পাড়ের নাওডোবা থেকে পাচ্চর পর্যন্ত পদ্মাসেতুর চার লেন সংযোগ সড়ক দেশের যেকোনো সড়কপথের চেয়ে বেশি মসৃণ এবং বড় আকারে বানানো হয়েছে। কাঁঠালবাড়ি ঘাট থেকে এসে এই সড়কও ব্যবহার করা যাবে। এই ১২ কিলোমিটার সড়কপথে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে গাড়ি। সড়কটির ওপরের স্তরগুলোর পুরুত্ব এতোই শক্তিশালী যে, দেশে এই প্রথম কোনো সড়কে ৬ ইঞ্চি কার্পেটিং করা হলো।

চালু করার পরবর্তী ১০ বছর এ সড়কে কোনো মেরামত ছাড়াই যান চলাচল করবে।
চালু করার পরবর্তী ১০ বছর এ সড়কে কোনো মেরামত ছাড়াই যান চলাচল করবে।  ছবি: দীপু মালাকার
সংযোগ সড়কটি সমতল থেকে গড়ে পাঁচ থেকে ছয় মিটার উঁচু। আর রাস্তার মাঝখানে এমন ফাঁকা জায়গা রাখা হয়েছে যেন ভবিষ্যতে ফ্লাইওভার ও মেট্রো রেলের পিলার তোলা যায়। সড়কটির প্রতিটি লেন ১২ ফুট প্রশস্ত। এই ১২ কিলোমিটার সড়কপথের মধ্যে ২০টি কালভার্ট এবং ৮টি ডাবল ও সিঙ্গেল আন্ডারপাস রয়েছে।

এদিকে, পাচ্চর পর্যন্ত গিয়ে পদ্মাসেতুর সংযোগ সড়ক শেষ হয়ে গেলেও সেখান থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে চার লেন সড়কের কাজের দরপত্র হয়ে গেছে। আর ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি সড়ক সদরে, একটি বরিশালে এবং একটি খুলনার দিকে গেছে। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত দুই লেনের ৯১ কিলোমিটার সড়কের মাঝখানে থাকবে ডিভাইডার।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।