ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গুলিবিদ্ধ ডাকাত সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
গোপালগঞ্জে গুলিবিদ্ধ ডাকাত সদস্য আটক গুলিবিদ্ধ ডাকাত সদস্য শওকত মুন্সি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে মো. শওকত মুন্সি (৩৫) নামে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শওকত ওই উপজেলার গোবরা গ্রামের মো. ফরহাদ মুন্সির ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ঢাকা-খ‍ুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে শওকত হোসেন নামে এক ডাকাত ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে আটক করা গেলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জিপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।