ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী থেকে নির্ধারিত সময়ে ছাড়বে পদ্মা-ধূমকেতু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
রাজশাহী থেকে নির্ধারিত সময়ে ছাড়বে পদ্মা-ধূমকেতু রাজশাহী রেলওয়ে স্টেশন- ছবি বাংলানিউজ

রাজশাহী: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল বন্ধ থাকলেও নির্ধারিত সময়েই রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে পদ্মা এক্সপ্রেস।

এই ট্রেনটি ঢাকার উদ্দেশে রোববার (০৮ জানুয়ারি) বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট (এসএস) জিয়াউর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া রাত ১১টা ২০ মিনিটে ঢাকাগামী আন্ত‍ঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসও নির্ধারিত সময়ে রাজশাহী স্টেশন ছেড়ে যাবে।

দুর্ঘটনার কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলেও জানান তিনি।

জিয়াউর রহমান বলেন, রোববার সাপ্তাহিক বন্ধ থাকায় সকালে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী ছেড়ে যায়নি। গাজীপুরের ট্রেন দুর্ঘটনার কারণে পশ্চিমাঞ্চল রেলের কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি।  

এছাড়া বিকেলের আগেই রাজশাহী-ঢাকা রুটের লাইন ক্লিয়ায় হওয়ার কথা রয়েছে। তাই এই রুটের ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই বলে জানান এ রেল কর্মকর্তা।

এর আগে রোববার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান রেলক্রসিংয়ে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারা যান।

ওই ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইন ধরে গন্তব্যের দিকে যাচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।