ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কালিয়াকৈরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামা গাবতলী এলাকায় সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রোববার (০৮ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটে। নিহত সেলিনা বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বাংলানিউজকে বলেন, কালিয়াকৈর উপজেলার নামা গাবতলী এলাকায় তুরাগ নদের পাড়ে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে বেলা ১১টায় দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়।

নিহত সেলিনার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে ভোরে ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ তুরাগ নদে ফেলে দিয়ে স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই বাশার।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।