ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বিশ্ব ইজতেমা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
‘বিশ্ব ইজতেমা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

গাজীপুর: মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে সিটি করপোশেনের টঙ্গী অঞ্চলের কার্যালয়ে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে।

বিশ্বইজতেমা সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় কোনো ধরণের হুমকি মনে করি না। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।