ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরণখোলায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
শরণখোলায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট চলছে

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় কলেজছাত্রীর অপহরণকারীরা গ্রেফতার না হওয়ায় উপজেলার রায়েন্দা বাজারে অর্ধদিবস ধর্মঘট চলছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় সচতেন নাগরিক কমিটির ব্যানারে এ ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা।

ধর্মঘটের কারণে সকাল থেকে উপজেলা সদরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলন বলেন, শুক্রবার গভীর রাতে শরণখোলা উপজেলা সদরের রাজৈর গ্রামের শাহ আলম গাজী দুলুর বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।

এ সময় তারা গৃহকর্তা দুলু ও তার স্ত্রীকে
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং তাদের কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করে।
ওই ঘটনায় শনিবার (৭ জানুয়ারি) বিকেলে গৃহকর্তা দুলু তার মেয়ে ফাতেমা তুজ জোহরা শান্তার তালাকপ্রাপ্ত স্বামী সজিব আকনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।

অপহৃত শান্তাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে রোববার পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। ওই সময়ের মধ্যে পুলিশ মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করতে না পারায় সোমবার সকাল থেকে পূর্ব ঘোষিত ধর্মঘট শুরু করেছেন স্থানীয়রা। দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

অপহৃত শান্তা পিরোজপুর মহিলা কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তার বাবা শাহ আলম গাজী দুলু অভিযোগ করে বলেন, ২০১৫ সালের ২৯ জানুয়ারি আমার মেয়ে শান্তার সঙ্গে রায়েন্দা বাজার এলাকার সবুর আকনের ছেলে সজিব আকনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এ নিয়ে উভয়পক্ষের মামলাও চলছে।
ওই বিরোধের জেরে সজিব আকন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি শান্তার পরিবারের।
অভিযুক্ত সজিব আকন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর আকনের ছেলে।

শরণখোলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ওই রাতেই পুলিশ বলেশ্বর নদীতে অভিযান চালায়। অপহৃতকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।