ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হলি আর্টিজানের অভিযোগপত্র দ্রুত জমা দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
হলি আর্টিজানের অভিযোগপত্র দ্রুত জমা দেওয়া হবে

ঢাকা: গুলশানের হলি আর্টিজানের হামলার অভিযোগপত্র দ্রুত জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার (০৯ জানুয়ারি) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার এক পর্যায়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে।

পর্যাপ্ত আলামত আমাদের হাতে রয়েছে, ফরেনসিক পরীক্ষাও শেষ হয়েছে। আর কিছু তদন্ত করার পরই অভিযোগপত্র জমা দেওয়া হবে।

জঙ্গিদের সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, জঙ্গিদের এখন বড় ধরনের নাশকতা করার মতো শক্তি আছে বলে মনে হয় না, তবে বিক্ষিপ্তভাবে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না।

পরে গুলশান হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।