ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়া থেকে রিকশা চালিয়ে জনসভায় নৌকা নূরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
টুঙ্গীপাড়া থেকে রিকশা চালিয়ে জনসভায় নৌকা নূরু টুঙ্গীপাড়া থেকে রিকশা চালিয়ে জনসভায় নূরু মিয়া/ ছবি: জি এম মুজিবুর

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে পাঁচ দিন ধরে রিকশা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসেছেন মো. নূরু মিয়া। নৌকা নূরু নামে তিনি স্বজনদের কাছে পরিচিত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের জনসভায় বাংলানিউজের কথা হয় নূরু মিয়ার সঙ্গে।

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যেদিন দেশে ফেরেন সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে হাত মেলানোর সৌভাগ্য হয়েছিলো বলেও জানান নূরু মিয়া।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই এখানে এসেছি। বঙ্গবন্ধু যেদিন দেশে আসেন সেদিন তার সাথে হাত মিলাইছি! আমার এই রিকশায় বঙ্গবন্ধু একবার আর তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দুইবার চড়েছেন।

নূরু মিয়া বলতে থাকেন, আমি মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু সার্টিফিকেট নেইনি। বঙ্গবন্ধু আমারে জমিজমাসহ অনেক কিছু দিতে চাইছিল, নেই ন‍াই। নিলে তো সমান হইয়া গেলো। পরে প্রধানমন্ত্রী জোর করে টুঙ্গীপাড়ায় একটা বইয়ের দোকান দিয়ে দিছেন। আমি সেখানে বঙ্গবন্ধুর জীবনী আর মুক্তিযুদ্ধের বই বিক্রি করি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএইচকে/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।