টানা তৃতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ফলে ঢাকার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে।
বিকল্প পথ হিসেবে বরিশাল ও মাদারীপুর থেকে আসা পরিবহন শিবচর-মাদারীপুর ও শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে, তবে দূরপাল্লার পরিবহন সরু আঞ্চলিক সড়কে প্রবেশ করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেড়েছে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশে যাওয়া পরিবহনগুলো মাদারীপুর-শিবচর এবং মাদারীপুর-শরীয়তপুর হয়ে এক্সপ্রেসওয়েতে উঠছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আঞ্চলিক সড়কে দূরপাল্লার পরিবহন প্রবেশ করায় পুরো সড়কই এখন পরিবহনের দখলে। ফলে স্থানীয় ছোট যানবাহন নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। ঢাকা যেতে লেগে যাচ্ছে কয়েকগুন বাড়তি সময়।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে, সড়কের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন তারা।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় প্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে আছে সকাল থেকেই। বৃহস্পতিবার সড়ক পথের পাশাপাশি রেলপথও অবরোধ করে রাখায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রয়েছে।
এদিকে বরিশাল ও মাদারীপুর থেকে আসা ঢাকাগামী পরিবহনগুলো মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার অভিমুখে যাচ্ছে। তবে আঞ্চলিক সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজট।
শিবচরের আঞ্চলিক সড়কে নিয়মিত চলাচলকারী ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা জানান, গত তিনদিন ধরে এই সড়ক দূরপাল্লার পরিবহনের দখলে। আমরা সড়কে চলতেই পারছি না। স্থানীয় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ছোট রাস্তায় বড় পরিবহন আসায় পুরো রাস্তায় আটকে আছে জ্যামে।
ঢাকাগামী যাত্রীরা বলেন, তিনদিন ধরে মহাসড়ক বন্ধ। কর্তৃপক্ষের কোনো খেয়াল দেখছি না। ঢাকার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ বলা চলে। প্রয়োজনের তাগিদে গ্রামীণ সড়ক দিয়ে পরিবহন ঢাকার উদ্দেশে যাচ্ছে। এতে দুর্ভোগের শেষ নেই। এ বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এভাবে মহাসড়ক আটকে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা কাম্য নয়।
বরিশাল থেকে আসা পরিবহনের চালকরা জানান, এভাবে তিনদিন ধরে মহাসড়ক বন্ধ করে রাখা অমানবিক। আমরা বিকল্প পথে এলেও ঢাকা পৌঁছাতে অনেক সময় লেগে যাচ্ছে। জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে মাদারীপুর-শিবচর সড়ক ব্যবহার করে অনেক পরিবহন ঢাকার উদ্দেশে যাচ্ছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে। তাছাড়া আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে।
আরএ